ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

রানা প্লাজা নির্মাণে দুর্নীতির মামলায় ১০ জনের বিচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২১ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৬, ২১ মে ২০১৭

নকশা না মেনে রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতির মামলায় সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা বিভাগীয় বিশেষ জজ এম আতোয়ার রহমান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৫ জুলাই দিন ধার্য্য করেছে আদালত।
বাংলাদেশের পোশাক শিল্প দুর্ঘটনার ইতিহাসে সবচে বড় ট্রাজেডির নাম ‘রানা প্লাজা’।
২০১৩ সালের ২৪শে এপ্রিল ভবন ধসে মারা এগারোশো মানুষ। আহতের সংখ্যা দেড় হাজারেরও বেশি। নিহত ২৯১ জনের পরিচয় আজও পাওয়া যায়নি। কিন্তু এটি কি শুধুই একটি দুর্ঘটনা, নাকি হত্যাকাণ্ড। ঘটনা অনুসন্ধানে নামে প্রশাসন।
ঘটনার পরপরই ভবন নির্মাণে দুর্নীতির তদন্তে নামে দূর্নীতি দমন কমিশন। নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন সাভার থানায় মামলা করে দুদক। ভবনটি সোহেল রানার বাবার নামে হলেও সে সময় মূল অভিযুক্ত সোহেল রানাকে বাদ দিয়েই তার বাবা মাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। পরে অবশ্য মামলায় রানাকে অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগ গঠনের শুনানি শেষে অভিযোগপত্রে ত্রুটি থাকায় পুনরায় তদন্তের নির্দেশ দেয় আদালত।  আবারও তদন্ত শেষে এ বছরের শুরুতে আবারো আসামীদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক। এর পরিপ্রেক্ষিতেই অভিযোগ গঠন করে আদালত। মামলায় অভিযুক্ত ১৬ জনের মধ্য থেকে ছয়জনকে অব্যাহতি দিয়ে ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ৫ জুলাই সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করেছেন আদালত।





 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি