ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রানা প্লাজার দুর্ঘটনার ৩ বছরেও দোষীদের বিচার না হওয়ায় ক্ষোভ

প্রকাশিত : ১৭:২৪, ২৩ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৭:২৪, ২৩ এপ্রিল ২০১৬

রানা প্লাজার দুঘটনার তিন বছরেও দোষীদের বিচার কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জানিয়েছে নাগরিক সমাজ। জড়িতদের বিচার না হলে এ ধরনের অপরাধ ঠেকানো যাবে না বলে মন্তব্য করেন তারা। ঢাকা রিপোর্টাস ইউনিটিতে, ‘প্রগতিশীল সাংবাদিক ফোরামের’ সেমিনারে নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ নিশ্চিত করারও দাবি জানানো হয়। রিপোর্টে আরো জানাচ্ছেন মুহাম্মদ নূরন নবী। রানা প্লাজা ট্রাজেডিতে মৃত্যু হয় ১১৩৮ জন পোশাক শ্রমিকের। আহত হন দুই হাজারের বেশি মানুষ। দুর্ঘটনার তৃতীয় বর্ষপূর্তিতে আলোচনা সভায় বক্তারা বললেন, বাংলাদেশের পোশাক শিল্পকে আরো অনেক দুর যেতে হবে। তবে এ দায়িত্ব শুধু রাষ্ট্রেরই নয়। শ্রমিকের অধিকার রক্ষার ব্যাপারে সবকিছুই করা হচ্ছে বলে দাবি করেন ব্যাবসায়ীরা। সেইসঙ্গে নতুন বাজার খোঁজারও তাগিদ দেন বক্তারা। রানাপ্লাজায়, ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের ক্ষতিপূরন প্রাপ্তি নিশ্চিত করারও দাবি জানান নাগরিক সমাজের প্রতিনিধিরা। পোশাক খাত নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে সর্তক থাকারও আহ্বান জানানো হয় সেমিনার থেকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি