ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রানের পাহাড় করেও অস্ট্রেলিয়ার কাছে হারলো ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ওয়ানডে ক্রিকেটে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তাদের সামনে রানের পাহাড় গড়েও স্বস্তিতে থাকার উপায় নেই, সেটাই প্রমাণ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের ৩৫১ রানের বিশাল সংগ্রহ ১৫ বল ও ৫ উইকেট হাতে রেখেই অনায়াসে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া।

বিশাল রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৭ রানের মধ্যেই দুই ওপেনার ট্রাভিস হেড (৬) ও স্টিভেন স্মিথ (৫) সাজঘরে ফেরেন। সেখান থেকে মার্নাস লাবুশেন ও ম্যাথিউ শর্টের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় অসিরা। ৯১ বলে ৯৫ রান যোগ করেন তারা।

হাফসেঞ্চুরির কাছে গিয়েও (৪৭) আউট হন লাবুশেন। এর কিছুক্ষণের মধ্যেই ৬৩ রান করে ফেরেন ম্যাথিউ শর্টও। ১৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।

এরপর ইনিংসের হাল ধরেন জস ইংলিশ ও অ্যালেক্স ক্যারে। পঞ্চম উইকেটে শতরানের জুটিতে ম্যাচের ভিত গড়ে দেন তারা। ১১৬ বলে ১৪৬ রানের এই জুটি ভাঙে ক্যারে ৬৯ রানে আউট হলে।

এরপর বাকি কাজ সারেন সেঞ্চুরিয়ান জস ইংলিশ ও গ্লেন ম্যাক্সওয়েল। ৮৬ বলে ১২০ রানে অপরাজিত থাকেন ইংলিশ। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন তিনি। ৩২ রানে অপরাজিত থাকেন ম্যাক্সওয়েল।

এর আগে বেন ডাকেটের ১৬৫ রানের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ৮ উইকেটে ৩৫১ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিউজিল্যান্ডের করা ৩৪৭ রান ছিল সর্বোচ্চ।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ। শুরুটা ভালোই হয়েছিল তাদের। ১৩ রানে ওপেনার ফিল সল্টকে (১০) ফেরান বেন ডোয়ারসুইস। এরপর জেমি স্মিথকেও (১৫) আউট করেন তিনি।

৪৩ রানে ২ উইকেট হারানোর পর জো রুট ও বেন ডাকেট মিলে ১৫৫ বলে ১৫৮ রানের বিশাল জুটি গড়েন। ডাকেট ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন, যা তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি।

রুট ৬৮ রানে আউট হলে জুটি ভাঙে। এরপর হ্যারি ব্রুককে (৩) আউট করেন অ্যাডাম জাম্পা। জস বাটলার ২৩ ও লিয়াম লিভিংস্টোন ১৪ রান করে আউট হন।

ডাকেট ১৩৪ বলে ১৬৫ রানের ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৩টি ছক্কা। শেষদিকে জোফরা আর্চার ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার বেন ডোয়ারসুইস ৩টি এবং অ্যাডাম জাম্পা ও মার্নাস লাবুশেন ২টি করে উইকেট নেন।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি