রানের পাহাড়ে চাপা পড়ল পাকিস্তান, সেমির আশা ক্ষীণ
প্রকাশিত : ১৫:২৩, ৪ নভেম্বর ২০২৩
সেমিফাইনালে জায়গা পোক্ত করার লড়াইয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি পাকিস্তান। টিকে থাকতে জয় ছাড়া বিকল্প নেই পাকিস্তানের। তবে প্রথম ইনিংসেই নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়ল দলটি। এখন দ্বিতীয় ইনিংসের অপেক্ষা।
আজ শনিবার বেঙ্গালুরুতে টস করতে নামেন দুই দলের অধিনায়ক। টস জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাবর।
মাঠে নেমেই উড়তে থাকেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। কোনোভাবেই তাদের রুখতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ৪০১ রান করে তবেই থামে নিউজিল্যান্ড। এতেই সেমির আশা ক্ষীণ হয়ে আসে বাবরদের। এখন দেখার পালা, ব্যাটিং ইনিংসে মিরাকল ঘটাতে পারে কিনা বাবরের দল।
এই ম্যাচ দিয়ে আবারও প্রথম একাদশে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন এবং মিডলঅর্ডার ব্যাটার ড্যারেল মিচেল।
অপরদিকে পাকিস্তান দলে উসামা মীরের বদলে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলী। দলে নেই মোহাম্মদ নাওয়াজ। খেলছেন সালমান আগা। এই ম্যাচে তাই চার পেসার পাকিস্তানের স্কোয়াডে।
নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।
পাকিস্তান একাদশ
আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।
এসবি/