রাফায় বড় ধরনের হামলার প্রস্তুতি ইসরায়েলের
প্রকাশিত : ০৯:০৯, ১০ মে ২০২৪
গাজার সীমান্তবর্তী শহর রাফায় আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এরই মধ্যে সীমান্তে বিপুলসংখ্যক ট্যাংকসহ যুদ্ধসরঞ্জাম ও সেনা জড়ো করছে তেল আবিব।
ইতিমধ্যে ইসরায়েলের তীব্র হামলার মুখে রাফাহ শহর ছেড়েছে আরও ৮০ হাজার ফিলিস্তিনি।
মার্কিন প্রেসিডেন্টের অস্ত্র সরবরাহ বন্ধের হুঁশিয়ারির পর ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রাফাতে পূর্ণমাত্রার হামলার জন্য পর্যাপ্ত অস্ত্র রয়েছে তাদের কাছে।
এদিকে, ইসরায়েলের আপত্তির পর অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে মিশরের যুদ্ধবিরতির আলোচনা।
ইসরায়েলি সেনারা রাফা ও কারেম সালেম ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার পর বন্ধ হয়ে গেছে গাজায় ত্রাণ সরবরাহ। এতে উপত্যকাজুড়ে দেখা দিয়েছে তীব্র খাদ্য ও পানির সংকট।
এ অবস্থায় দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ বলছে।
মূলত ইসরায়েলের আগ্রাসনের কারণে লাখ লাখ গাজাবাসী বর্তমানে রাফাতে আশ্রয় নিয়েছেন। গত সাত মাসেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনে গাজা ভূখণ্ডের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলের সাথে ৯শ' ৫০ কোটি ডলারের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে প্রায় ৩৫ হাজার লোক নিহত এবং আরও প্রায় ৮০ হাজার মানুষ আহত হয়েছেন।
এএইচ
আরও পড়ুন