ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

রাবি ছাত্র উপদেষ্টাকে অব্যাহতি

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১০:৫১, ৯ মার্চ ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের স্বার্থে তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোববার দেয়া ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়, ‘উক্ত পদে নিয়োগ না দেয়া পর্যন্ত অতিরিক্ত দায়িত্ব হিসেবে ছাত্র উপদেষ্টার দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।’

তবে অব্যাহতির কারণ সম্পর্কে ছাত্র উপদেষ্টা বলছেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্কুল শিক্ষক দুরুল হুদার সাময়িক বহিষ্কার নিয়ে গত ২০ ফেব্রুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানসহ ১১ জনের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়।’

তিনি বলেন, ‘এর প্রেক্ষিতে উপাচার্য আমাকে ডেকে রিটের ব্যাপারে জানতে চান। এসময় উপাচার্য বলেন এটা  প্রশাসন বিরোধী কাজ। তাই তুমি প্রশাসনে থাকতে পারো না। তোমার এখানে থাকার অধিকার নেই। শেষে আবার বলেছেন তুমি ঠিক মতো দায়িত্ব পালন করছো না। এরপর আমাকে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে বলেন। আমি পদত্যাগ করতে রাজি হইনি পরে আমাকে অব্যহতি দেওয়া হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি