ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাবিতে চালু যাচ্ছে ‘মিডিয়া সেন্টার’

প্রকাশিত : ২৩:১৬, ১৭ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৯:৪৩, ১৯ ডিসেম্বর ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চালু হতে যাচ্ছে ‘মিডিয়া সেন্টার’। বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর মেয়াদী ‘মাস্টার প্ল্যান’-এর অধীনে এর কাজ শুরু হবে। আজ সোমবার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন উপ-উপাচার্য ও মাস্টার প্ল্যান কমিটির আহবায়ক অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।

তবে, কবে নাগাদ এটি চালু হবে, এর দায়িত্ব এবং কাজ সম্পর্কে চূড়ান্ত কিছু জানায়নি প্রশাসন। এ বিষয়ে পরবর্তীতে আবারও সাংবাদিকদের সাথে মতবিনিময় করে জানানো বলেও জানান তিনি।

সভায় উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরি মো. জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান আল আরিফ।

এ সময় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেন,‘ছোট বড় প্রতিষ্ঠানে রুটিন মাফিক কিছু কাজ থাকে যার মধ্য দিয়ে সময় কাটিয়ে দেওয়া যায়। যা বিভিন্ন সরকার বিগত সময়গুলোতে করেছে। সময়ের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কলেবরে এটি বাড়ছে। বিষয়টি চিন্তা করেই আগামী ৫০ বছরে বিশ্ববিদ্যালয়ের পরিধি কেমন হবে তা নিয়ে মাস্টার প্ল্যান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেননা যত্রতত্র অবকাঠামো নির্মাণে বিশ্ববিদ্যালয়ের নান্দনিকতা থাকে না।’

অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া বলেন, ‘তথ্যপ্রযুক্তির অভাবনীয় উৎকর্ষতার এই যুগে মিডিয়া সেন্টারের প্রয়োজনীয়তা অনুভব করছি। এ বিষয়ে আপনাদেরও  ইতিবাচক মতামতের ভিত্তিতে আজকের এ সভা থেকে মিডিয়া সেন্টারকে মাস্টার প্লানের অর্ন্তভুক্ত করা হলো।’

জনসংযোগ দফতর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকারের সঞ্চলানায় অনুষ্ঠানে মাস্টার প্ল্যান কমিটির সদস্য ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক রকীব আহমদ ও অধ্যাপক রেজাউর রহমান ৫০ বছর মেয়াদী মাস্টার প্ল্যানের বিভিন্ন অবকাঠামোগত বিষয়গুলো প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।

মতবিনিময় সভায় রাজশাহী মহানগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এটিই হবে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম মিডিয়া সেন্টার।

কেআই/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি