ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাবিতে ফুটবল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

রাজশাহীয় বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ১৯ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে আন্তঃবিভাগ ফুটবল খেলায় স্লেজিংকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আইন বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমানসহ দুই বিভাগের অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় চলে এ সংঘর্ষ। রাতে ক্যাম্পাসে সেনাসদস্যরা ঢুকে পরিস্থিতি শান্ত করে। 

ওই রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি সভায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড-১৬ এ মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের খেলা হয়। এতে মার্কেটিং বিভাগ ১ গোলে বিজয়ী হয়। খেলা চলাকালে উভয়পক্ষের দর্শক স্টেডিয়ামে অবস্থান করছিলেন। গোল হওয়ার এক পর্যায়ে উভয়পক্ষ একে-অপরকে ‘ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করলে বাকবিতণ্ডা বাধে। 

খেলা শেষে আইন বিভাগ আগে স্টেডিয়াম ত্যাগ করে। পরে মার্কেটিং বিভাগ বের হয়। কিন্তু স্টেডিয়াম গেটে ফের উভয়পক্ষের কিছু শিক্ষার্থী বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যা সংঘর্ষে রূপ নেয়। 

এ সময় সভাপতির গাড়িসহ মার্কেটিং বিভাগেও ভাঙচুর চালানো হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি