রাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসন ভবনে তালা
প্রকাশিত : ১১:৫৪, ২ জানুয়ারি ২০২৫ | আপডেট: ১২:০৫, ২ জানুয়ারি ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসন ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকেই প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ করেন তারা। এতে প্রশাসন ভবনে ঢুকতে পারেনি কর্মকর্তা কর্মচারিরা।
এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তারা ৯টা ৫০ মিনিট থেকে মাইকে প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এরপর ১০টা বাজার সঙ্গে সঙ্গে প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
গত দুই মাস ধরে পোষ্য কোটা বাতিলের দাবিতে মানববন্ধন থেকে শুরু করে অনশন কর্মসূচিও পালন করেছেন তারা। পরে গতকাল বুধবার ভর্তি কমিটির জরুরি সভায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন।
এতে রাজি নয় শিক্ষার্থীরা। তাদের দাবি কোন কোটা রাখা যাবে না।
এএইচ
আরও পড়ুন