ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাবিতে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৩, ১৩ মার্চ ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা, ভাংচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ। 

কমিটির অপর দুই সদস্য হলেন, সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান এবং সহকারী প্রক্টর আরিফুর রহমান। 

রোববার রাতে এ তদন্ত কমিটি করা হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডে। 

এদিকে, রোববার রাতে রেললাইনে আগুন জালিয়ে অবরোধ করে শিক্ষার্থীরা। এতে রাজশাহী রুটে আটকা পড়ে ৬ ট্রেন। তবে রাত সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

অপরদিকে, নগরের বিনোদপুর এলাকা থেকে হামলা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উদ্ভূত পরিস্থিতিতে রোববার ও সোমবারের সব ধরনের পরীক্ষা ও ক্লাস স্থগিত ঘোষণা করা হয়। ছাত্রদের উপর হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম বাদি হয়ে মতিহার থানায় একটি মামলাটি দায়ের করেন।

এএইচ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি