ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাবির অপহৃত ছাত্রীর সন্ধানে আন্দোলনে শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ২০:০৮, ১৯ নভেম্বর ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হলের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারের দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে ওই ছাত্রীর সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। অপহৃত ওই ছাত্রীকে ফিরিয়ে আনতে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম দিয়েছেন তারা। এর মধ্যে পাওয়া না গেলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে আন্দোলনরত ছাত্রীরা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন । একই সঙ্গে তারা ক্যাম্পাসে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবি জানিয়েছে।

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার সকাল ১০টার দিকে বিভিন্ন হল থেকে ক্যাম্পাসে আসতে গেলে ছাত্রীদের বাধা দেয় প্রশাসন। পরে ১১টার দিকে তাদের ক্যাম্পাসে আসতে দেওয়া হয়।
এদিকে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা সাংবাদিকদের বলেছেন, ওই ছাত্রীর সন্ধান পুলিশ পেয়েছে। তাকে উদ্ধার করে নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
প্রশাসনের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তারা দুপুর ১২টার দিকেও ওই ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলেছেন। তারা সন্ধানের বিষয়ে কিছু জানে না। আমরাও সন্ধানের বিষয়ে জানি না।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বেলা সাড়ে ১১টায় প্রথম আলোকে বলেন, ওই ছাত্রীকে উদ্ধারে মতিহার থানা-পুলিশের একটি টিম কাজ করছে। ওই টিম এখনো ফিরে আসেনি। সন্ধান পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমরা বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। তার ভিত্তিতেই কাজ চলছে।’
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হল থেকে বের হয়ে পরীক্ষা দিতে যাওয়ার সময় অপহৃত হন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের
এক ছাত্রী। একটি সাদা মাইক্রোবাসে করে ওই ছাত্রীর ‘সাবেক স্বামী’ সোহেল রানাসহ তিন-চারজন যুবক তাকে জোর করে তুলে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী ছাত্রীরা অভিযোগ করেছে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় নগরের মতিহার থানায় অপহরণ মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।
এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি