ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাবির ক্ষতিগ্রস্ত হল পরিদর্শনে উপাচার্য

রাজশাহী বিভাগীয় প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৬, ২৮ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় ক্ষতিগ্রস্ত আবাসিক হল ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। 

রোববার দুপুরে হলগুলোতে পরিদর্শনে জানান তিনি। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল, মাদার বখ্শ হল, শহীদ জিয়াউর রহমান হলসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখেন। 

পরে সংবাদ সম্মেলন করে ক্যাম্পাসে সহিংসতা ও ক্ষয়ক্ষতির বিবরণ তুলে ধরেন উপাচার্য। 

তিনি বলেন, প্রশাসন ভবনসহ ১০টি হলে হামলা হয়েছে। হামলায় নয়টি হলের ১৫৮টি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা। 

উপাচার্য বলেন, কয়েকটি হল বসবাসের উপযোগি নয়। জানালা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আগুনের শিখায় ছাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো মেরামত করে বসবাসের উপযোগি করতে হবে। তারপর হল খোলার সিদ্ধান্ত নেওয়া যাবে।

উপচার্য ড. গোলাম সাব্বির আরও বলেন, কোন কিছু হলেও বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ে হামলা করে। চার দিক থেকে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে। এভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে শুধু ক্ষতি শিক্ষার্থীদের নয় বিশ্ববিদ্যালয়ের চার পাশে যারা বসবাস করে তাদেরও ক্ষতি। তাই তাদেরকেও এগিয়ে আসতে হবে; যাতে বহিরাগতরা ক্যাম্পাসে প্রবেশ করতে না পারে।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, বিজ্ঞান অনুষদের অধিকর্তা ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক নাসিমা আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি