ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাবির ‘ডি’ ও ‘জে’ ইউনিটের ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ২ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:১৬, ২ নভেম্বর ২০১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ‘ডি’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এবং ‘জে’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা ইনস্টিটিউট) ফল প্রকাশ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
ব্যবসায় শিক্ষা অনুষদ সূত্রে জানা গেছে, ‘ডি’ ইউনিটের ৪৭০ টি আসনের বিপরীতে ‘ব্যবসায় শিক্ষা’ গ্রুপ থেকে ৯২৩ জন এবং ‘অ-ব্যবসায় শিক্ষা’ গ্রুপ থেকে ২০০ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ৭ থেকে ২০ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।
ব্যবসায় শিক্ষা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ‘জে’ ইউনিটের ৫০টি আসনের বিপরীতে বাণিজ্য গ্রুপ থেকে প্রথম ৮৬ জন এবং  অবাণিজ্য গ্রুপ থেকে প্রথম ১০৬ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ১৯ নভেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভবনে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাক্ষাৎকারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং বিষয় পছন্দক্রম ফরম সঙ্গে আনতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.admission.ru.ac.bd)  পাওয়া যাবে।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি