রাবির ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত ২৭ অক্টোবর
প্রকাশিত : ১৫:২১, ২১ অক্টোবর ২০২০
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার না হওয়ায় বর্তমানে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে। কবে হবে, কোন পদ্ধতিতে হবে। এ বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত শঙ্কায় দিন পার করছে শিক্ষার্থীরা।
ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা অনলাইনে নয় সরসরিই উপস্থিত থেকে নেয়ার কথা জানিয়েছে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আগামী ২৭ তারিখে অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আলিম।
তিনি জানান, ‘আগামী ২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সেই বিষয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। সেখান থেকেই জানা যাবে কবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেব।’
এআই//এমবি
আরও পড়ুন