ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

রাম রহিমের বিরুদ্ধে নতুন তথ্য দেবেন গাড়িচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫২, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০১৭

দুই নারী ভক্তকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ডাদেশ প্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংয়ের বিরুদ্ধে জোড়া খুনের মামলায় নতুন করে জবানবন্দি দেবেন তার সাবেক গাড়িচালক খাট্টা সিং।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও হরিয়ানায় সিরসার সাবেক ডেরা ব্যবস্থাপক রণজিৎ সিং হত্যা মামলায় অভিযুক্ত রাম রহিম। গতকাল শনিবার ওই জোড়া খুনের মামলার শুনানি হয়। সেখানেই খাট্টা সিং জানিয়েছেন, তিনি আগের জবানবন্দি বদল করে নতুন করে জবানবন্দি দিতে চান।

এ প্রতিবেদনে বলা হয়, এই মামলায় ২০০৭ সালে রাম রহিমের সাবেক গাড়ি চালক খাট্টা সিং সাক্ষ্য দিয়েছিলেন। পরে ২০১২ সালে তিনি ওই সাক্ষ্য পরিবর্তন করে নতুন করে সাক্ষ্য দেন।

এ বিষয়ে খাট্টা সিং গতকাল আদালতে বলেন, তিনি আগে যে সাক্ষ্য দিয়েছেন তা ‘রাম রহিম ও তাঁর পোষা গুন্ডাদের’ হুমকির মুখে দিয়েছেন। এ কারণে এখন তিনি নতুন করে সাক্ষ্য দিতে চান। ওই জোড়া হত্যাকাণ্ডের সময় তিনি ডেরাতেই ছিলেন। তাই তিনি আসল ঘটনা জানেন। এবারে তিনি একদম সঠিক তথ্যটাই দিতে চান।

প্রতিবেদনে বলা হয়, ২২ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন আদালত আবার নতুন করে খাট্টা সিংয়ের জবানবন্দি নেবেন।

রাম রহিমের আইনজীবী এস কে গার্গ নারওয়ানা বলেন, গতকাল সাবেক ডেরা ব্যবস্থাপক রণজিৎ সিং হত্যা মামলায় মোট ৬০ জন সাক্ষীর মধ্যে ৩১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার আবার এই মামলার শুনানি হবে। এদিকে সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় চূড়ান্ত যুক্তিতর্কের জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও রণজিৎ সিং হত্যা মামলায় শুনানিকে কেন্দ্র করে গতকাল হরিয়ানার পঞ্চকুলায় আবারও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ভারতের তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) বিশেষ বিচারক জগদীপ সিংয়ের আদালতে এই মামলার শুনানি হয়। গত ২৫ আগস্ট একই আদালত দুই নারী ভক্তকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করেন। পরে ২৮ আগস্ট রাম রহিমকে ওই দুটি মামলায় ১০ বছর করে ২০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরার সাবেক ব্যবস্থাপক রণজিৎ সিংকে ২০০২ সালে হত্যা করা হয়। এই হত্যা মামলায় ডেরাপ্রধান রাম রহিমকে অভিযুক্ত করে সিবিআই।

এদিকে লুকআউট নোটিশ জারির পর পলাতক গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত ইনসানের গাড়ি চালক প্রদীপ কুমারকে আটক করেছে পুলিশ। তাঁকে রাজস্থানের সালাসার শহর থেকে শুক্রবার আটক করা হয়। পুলিশের ধারণা, আটক প্রদীপের মাধ্যমে হানিপ্রীতের অবস্থান সম্পর্কে জানা যাবে।

আদালত গত ২৫ আগস্ট রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত করার দিন আদালত চত্বর থেকে তাঁকে নিয়ে পালানোর ছক করেছিলেন হানিপ্রীত। কিন্তু সে পরিকল্পনা সফল হয়নি। এরপর থেকে হানিপ্রীতের কোনো খোঁজ নেই পুলিশের কাছে।

কেআই/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি