রামপাল ইস্যুতে বিএনপি আন্দোলন করবে কী-না, তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর
প্রকাশিত : ২১:২৩, ২৫ আগস্ট ২০১৬ | আপডেট: ২১:২৩, ২৫ আগস্ট ২০১৬
রামপাল ইস্যুতে বিএনপি মাঠে নেমে আন্দোলন করবে কী-না, তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। এমনটাই জানিয়েছেন দলের নেতারা। ভারতের আগ্রাসী মনোভাবের কাছে সরকার নতজানু হয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র করছে বলেও অভিযোগ তাদের। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ প্রধানমন্ত্রীকে ভারতের প্রতি দুর্বলতা পরিহারের আহ্বান জানিয়েছেন।
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্সপতিবার কালে নেতাকর্মীদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের ব্যাপারে সরকার কি পদক্ষেপ নেয়, তার উপর নির্ভর করছে বিএনপির কর্মসূচি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে রামপাল বিদ্যুৎ প্রকল্প এবং সুন্দরবন শীর্ষক গোলটেবিল আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, ভারতের আগ্রাসী মনোভাবের কাছে সরকার নতজানু হয়ে পড়েছে।
একই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমদ, ভারতের কাছে দুর্বল না হতে সরকারের প্রতি আহ্বান জানান।
সুন্দরবন ধ্বংস করার এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন