ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রামপুরা থানা ছাত্রলীগের সভাপতিকে গুম করার অভিযোগ

প্রকাশিত : ১৪:২২, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৪:২২, ১ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন তপুকে গুম করা হয়েছে বলে অভিযোগ করছেন তার মা। একই সঙ্গে ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানান তিনি। সোমবার ক্রাইম রিপোটার্স এসোসিয়েশন মিলানায়তনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। সালেহা বেগম বলেন, গত ২৬ জানুয়ারি রাতে ডিবি পুলিশের পরিচয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তুলে নেয়া হয় তপুকে। নিবেদিত কর্মী, শ্রেষ্ঠ সংগঠক ও এলাকায় জনপ্রিয় হওয়ায় রাজনৈতিক প্রতিপক্ষ হত্যার উদ্দেশ্যে তাকে তুলে নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি