ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রামপুরায় ভয়াবহ আগুন, পুড়ল সিএনজি গ্যারেজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩১, ২৪ মার্চ ২০২৫ | আপডেট: ০৮:৩২, ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর রামপুরার টিভি সেন্টারের পাশের একটি সিএনজি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২৪ মার্চ) ভোর ৫টা ২৮ মিনিটের দিকে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এরপর সকাল ৬টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।

তবে পুড়ে গেছে সিএনজি ও অটোরিকশার গ্যারেজটি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ভোর ৫টা ২৮ মিনিটে খবর আসে রামপুরা টিভি সেন্টারের পাশে সিএনজি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর প্রথমে সেখানে চারটি ইউনিটকে পাঠানো হয়। পরবর্তীতে উদ্ধার কাজে যোগ দেয় আরও দুটি ইউনিট।

আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি