রামু সহিংসতার ৪ বছর আজ
প্রকাশিত : ১৯:১৩, ২৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১৩, ২৯ সেপ্টেম্বর ২০১৬
আজ বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর, রামু সহিংসতার চার বছর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ছবিকে কেন্দ্র করে ২০১২ সালে দুর্বৃত্তরা হামলা চালায় এ অঞ্চলের বৌদ্ধ বিহারগুলোতে। চার বছর পেরোলেও স্বাক্ষীর অভাবে খুব একটা এগুতে পারেনি জঘন্য এ ঘটনার বিচারকাজ। তাই শঙ্কা কাটছেনা বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের।
২৯ সেপ্টেম্বর মধ্যরাতে ছবির মতো সুন্দর রামুর চিত্র পাল্টে দেয় দুর্বৃত্তরা। পুড়িয়ে দেয় ১২টি প্রাচীন বৌদ্ধবিহার ও অসংখ্য বসতবাড়ি। শুধু তাই না, পরদিন হামলা চালায় উখিয়া, টেকনাফ ও কক্সবাজার সদরের মন্দিরগুলোতেও।
ঘটনার এক বছরের মধ্যে পুড়ে যাওয়া বিহারগুলো সংস্কারের পাশাপাশি এলাকাগুলোতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যাবস্থা। কিন্তু দু®কৃতিকারীদের বিচার না হওয়া, সাথে সাম্প্রতিক সময়ে বিচ্ছিন্ন জঙ্গি হামলার ঘটনায় এখনো নিরাপত্তহীনতায় ভুগছেন ভিক্ষুরা।
আর ঘটনার চার বছর পেরোলেও স্বাক্ষীর অভাবে বিচারকাজ অনেকটাই ব্যাহত হচ্ছে বলে জানান সরকারি কৌশলী।
ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার দাবি স্থানীয়দের।
আরও পড়ুন