রাশিফল : কেমন যাবে আজকের দিন!
প্রকাশিত : ১০:১৭, ২১ জানুয়ারি ২০২০

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন আর নয়, দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?
২১ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা।
আপনার জন্ম সংখ্যা : ৩।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বৃহস্পতি ও ইউরেনাস।
আপনার শুভ সংখ্যা : ৩ ও ৪।
শুভ বার : বৃহস্পতি ও রবি।
শুভ রত্ন : পোখরাজ ও গার্নেট।
জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :
আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :
আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা না করে যথাযথ চিকিৎসা নিন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :
আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) :
আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :
আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি সার্বিকভাবে শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। পরীক্ষায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীর জন্য সময় মোটামুটি ভালো থাকতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :
আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে মাতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। সম্ভাব্যক্ষেত্রে ব্যক্তিগত যানবাহন ক্রয় করতে পারেন। মন ভালো থাকবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :
আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করতে পারেন। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :
আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :
আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :
আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। শ্রমিক-নেতাদের সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে।
এসএ/