রাশিফল : কেমন যাবে আজকের দিন!
প্রকাশিত : ০৯:৫৮, ৩০ জানুয়ারি ২০২০

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা, নানা মত। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার কেউ বিশ্বাস করেন না। সেই তর্ক-বিতর্ক দূরে থাক, বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন আর নয়, দিনের শুরুতে চলুন মিলিয়ে নেয়া যাক- কেমন যাবে আজকের দিনটি?
আজ ৩০ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কুম্ভ রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয়, তাহলে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা।
আপনার জন্মসংখ্যা : ৩।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বৃহস্পতি ও ইউরেনাস।
আপনার শুভ সংখ্যা : ৩ ও ৪।
শুভ বার : রবি ও বৃহস্পতিবার।
শুভ রত্ন : পোখরাজ ও গার্নেট।
জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। কোনো অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। মূল্যবোধ বজায় রাখুন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :
আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নিজের কোনো কাজের স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো থাকবে। ব্যক্তিত্বের সঙ্গে আপস করে কোনো কাজ করা ঠিক হবে না।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :
আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফলভোগ করতে পারেন। শারীরিক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :
আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে রাজনৈতিক নেতাকর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) :
আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে। চাকরিজীবীরা কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :
আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে উচ্চ শিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশগমনের সুযোগ পেতে পারেন। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো সেলাকের পরামর্শে উপকৃত হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :
আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যাবসায়িক দিক ভালো যাবে না। ট্যাক্সসংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :
আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ব্যাবসায়িক দিক ভালো যেতে পারে। অংশীদারি ব্যবসায়ে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন। পারস্পারিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :
আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। শারীরিক অবস্থা খুব একটা ভালো যাবে না। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। ব্যাবসায়িক কোনো যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :
আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :
আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। সমস্ত পরিস্থিতিতে মানিয়ে চলার চেষ্টা করুন।
এসএ/