রাশিফল : কেমন যাবে আজকের দিনটি!
প্রকাশিত : ১৪:৩৪, ৭ মে ২০১৯

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার অনেকে বিশ্বাস করেন না। কিন্তু বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন নয়, দিনের শুরুতে মিলিয়ে নিন- কেমন যাবে আজকের দিনটি।
আজ ৭ মে ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার। আজ ২৪ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ এবং ১ রমজান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা।
আপনার জন্ম সংখ্যা : ৭।
আপনার ওপর প্রভাবকারী গ্রহ : শুক্র ও নেপচুন।
আপনার শুভ সংখ্যা : ৭ ও ৬।
শুভ বার : সোম ও শুক্র।
শুভ রত্ন : হীরা ও অ্যামিথিস্ট।
জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :
আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ কাউকে ধার-কর্জ দিবেন না। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্তদের কাজে লাগাতে চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মাথাব্যথ্যয় ভোগার আশঙ্কা আছে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :
আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আপনার শরীর মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থদের আরোগ্য লাভ হতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। অপরের প্রতি সদাচরণ করুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) :
আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ কোনো পূর্ব কাজের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। শরীর ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিন। ব্যয় বৃদ্ধি পেতে পারে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :
আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতেও পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :
আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে পিতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতেও পারেন। সামাজিক ক্ষেত্রে কোনো কাজে অংশ নিতে পারেন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :
আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :
আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ গ্রহণ করুন। রিপুকে সংযত রাখুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :
আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ ব্যবসায়িক দিক মোটামুটি ভালো থাকতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। অপরের প্রতি সদাচরণ করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :
আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে শরীর ভালো যাবে না। পেটের পীড়ায় ভুগতে পারেন। আহারে বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সীমা লঙ্ঘন করা ঠিক হবে না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :
আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভ হতে পারে। যাত্রা ও যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :
আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে অপ্রত্যাশিত সূত্র থেকে প্রাপ্তিযোগ আছে। মায়ের সঙ্গে কোনো ব্যাপারে মতানৈক্য দেখা দিতে পারে। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন। উত্তেজনা ক্ষতির কারণ হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :
আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা গ্রহণ করুন। কাজকর্মে সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে।
এসএ/