ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিফল : কেমন যাবে আজকের দিনটি

প্রকাশিত : ১২:১৪, ১৪ মে ২০১৯

Ekushey Television Ltd.

রাশি নিয়ে রয়েছে নানা ভাবনা। এটাকে কেউ বিশ্বাস করেন, আবার অনেকে বিশ্বাস করেন না। এই বিশ্বাস-অবিশ্বাসের প্রশ্ন বাদ দিয়ে সবাই কিন্তু ঠিকই জেনে নিতে চায় কেমন যাবে আজকের দিনটি-

আজ ১৪ মে ২০১৯ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার। বাংলা ৩১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ এবং ৮ রমজান ১৪৪০ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা।

আপনার জন্ম সংখ্যা : ৫।

আপনার ওপর প্রভাবকারী গ্রহ : বুধ ও শুক্র।

আপনার শুভ সংখ্যা : ৫ ও ৬।

শুভ বার : বুধ ও শুক্র।

শুভ রত্ন : হীরা ও পান্না।

জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) :

আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষকে মনের কথা স্পষ্ট করে বলার চেষ্টা করুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) :

আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আপনার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মন ভালো থাকতে পারে। পড়াশোনায় মন বসানো সহজ হতে পারে। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পাবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন) :

আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ প্রতিবেশীদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) :

আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। পড়াশোনায় আনন্দ পাবেন। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রবাসী আপন-জনের সঙ্গে যোগাযোগ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) :

আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন। বেহাত হওয়া কোনো সম্পদের দখল ফিরে পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) :

আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) :

আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ আর্থিক দিক ভালো যেতে পারে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। বন্ধুদের কারো সহযোগিতায় উপকৃত হতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) :

আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) :

আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে পেশাগত দিক ভালো যেতে পারে। সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) :

আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। রিপুকে সংযত রাখুন। পেশাগত দিক ভালো থাকতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) :

আপনি যদি  কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) :

আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আজ আপনার শরীর ভালো যাবে। আহারে-বিহারে সতর্ক থাকুন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। বিবাদ এড়িয়ে চলুন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি