ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিলে ট্রাম্পের স্বাক্ষর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১১:৫৩, ৩ আগস্ট ২০১৭

রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিলে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আলজাজিরা ও রয়টার্সের।

আপত্তি সত্ত্বেও কংগ্রেসে পাশ হওয়ায় এই বিলটিতে বুধবার রাতে অনেকটা বাধ্য হয়েই ট্রাম্প স্বাক্ষর করেন। স্বাক্ষর করতে গিয়ে বিলটিকে তিনি `ফ্রড` বা `ত্রুটিযুক্ত বিল` বলে আখ্যায়িত করেছেন।

গত সপ্তাহে মার্কিন আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রায় সর্বসম্মতিক্রমে পাস হয় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তাবটি। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসের এমন কর্মকাণ্ডে রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ট্রাম্পের পরিকল্পনা কার্যত ভেস্তে গেছে।

রাষ্ট্রীয় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার কিংবা গণমাধ্যমে বক্তব্য দিয়ে তা জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বুধবার নীরবে বিলটিতে স্বাক্ষর করে তিনি বলেন, কংগ্রেসের এমন সিদ্ধান্ত তাঁর ক্ষমতা খর্বের চেষ্টা।

কংগ্রেস গত সপ্তাহে প্রায় সর্বসম্মতভাবে রাশিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপের বিল পাশ করে। সংসদের দুই কক্ষেই পাশ হওয়ায় এই বিল নিয়ে নাখোশ ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

অনেকেই মনে করছিলেন, প্রেসিডেন্ট হিসেবে বিলটিতে স্বাক্ষর করার সময় কোনো অজুহাতে স্বাক্ষর নাও করতে পারেন। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রুশ-অবরোধ বিলে অনিচ্ছা সত্ত্বেও স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি