ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাশিয়ার বিপক্ষে মাঠে নামবেন সালাহ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ১৭ জুন ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গুরুতর চোট পেয়ে প্রায় একমাস ফুটবল থেকে বাইরে রয়েছেন মোহম্মদ সালাহ৷ ইংলিশ প্রিমিয়র লিগের সর্বোচ্চ গোলস্কোরারের  প্রথম ম্যাচ থেকেই মিশরের বিশ্বকাপ স্কোয়াডে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কোচ হেক্টর কুপার৷ কিন্তু আদপে তা সম্ভব হয়নি৷ সালাহবিহীন মিশর বিশ্বকাপের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ হারে৷ এরপর মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে ১০০ শতাংশ ফিট সালাহ৷ রাশিয়ার বিরুদ্ধে পরের ম্যাচে মিশরের দলকে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সালাহ৷

কিন্তু এই ঘোষণার পরও এই সময় বিশ্বফুটবলের অন্যতম চর্চিত মোহম্মদ সালাহের ফুটবল প্রত্যাবর্তন নিয়ে সন্দেহ থাকছেই৷ কারণ উরুগুয়ে ম্যাচের আগেও হেক্টর কুপার দাবি করেছিলেন ১০০ শতাংশ ফিট মোহম্মদ সালাহ৷ কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় ‘মিশরীয় মেসিকে’৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা মিশরকে প্রথম ম্যাচে ১-০ হারায় উরুগুয়ে৷ ম্যাচের একদম শেষের দিকে (৮৯ মিনিটে) মিডফিল্ডার কার্লোস স্যাঞ্চেজের ফ্রি-কিক থেকে উরুগুয়ের হয়ে একমাত্র গোলটি করলেন জোস গিমেনেজ৷ ম্যাচ হারতে থাকলেও গ্যালারিতে অপেক্ষারত সালাহকে মাঠে নামানোর সাহস দেখাননি কোচ৷

তবে এটা ঠিক কোচই হোক কিংবা মিশরীয় ফুটবল অ্যাসোসিয়েশন, সবাই চাইছে দলের জার্সি গায়ে যত তাড়াতাড়ি সম্ভব ফুটবল যুদ্ধে ফিরুক মোহম্মদ সালাহ৷ কারণ রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই পেরিয়ে যদি মিশরকে এগিয়ে যেতে হয় তাহলে অবশ্যই দলে ফিরতে হবে রোনাল্ডোর ভাষায় ‘ব্যালন ডি’অরের’ যোগ্য দাবিদারকে৷

সেন্ট্রাল স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মিশর এবং উরুগুয়ে৷ ম্যাচটিতে শুরু থেকে মিশরের শক্ত ডিফেন্সের সামনে চাপের মুখে পড়তে হচ্ছিল উরুগুয়ের ফুটবলারদের৷ সালাহবিহীন মিশরবাহিনী আক্রমণের থেকে রক্ষণেই বেশি গুরুত্ব দিয়েছিল৷ যদিও বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন সুয়ারেজ-কাভানি উরুগুয়ান ফরোয়ার্ড জুটি৷ ম্যাচের অষ্টম মিনিটে এডিনসন কাভানি ডি-বক্সের বাইরে থেকে গোল লক্ষ্য করে প্রথম শট নেন৷ নীচু শটটি ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন মিশরের গোলকিপার মোহম্মদ এল শেনাওয়ি৷

আগের ম্যাচ গোল করার একাধিক সুযোগ পান উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজও৷ ২৪ মিনিটে নিশ্চিত গোল মিস করেন বার্সেলোনায় মেসির সতীর্থ৷ কর্নারের কাছ থেকে বল প্রায় ফাঁকা অবস্থায় পেয়েও বিপক্ষের জালে জড়াতে পারেননি সুয়ারেজ৷ প্রথমার্ধে গোল শূন্য থাকে ম্যাচটি৷ পুরো ম্যাচ জুড়ে মিশরীয় ফুটবলারদের আক্রমন চোখে না পড়লেও প্রশংসার দাবি রাখেন গোলকিপার শেনাওয়ি৷ তিনি উরুগুয়ের ফরোয়ার্ড এবং মিশরের গোল পোস্টের মধ্যে বাধা না হলে বড় ব্যবধানের হারের সম্মুখীন হত মিশর৷ শেষমেশ ৮৯ মিনিটে গোলের সন্ধান পান উরুগুয়ের ডিফেন্ডার জোসে গিমেনেজ৷ এরপর অতিরিক্ত পাঁচ মিনিট সময় পেয়েও ম্যাচেও ফিরতে পারেনি মিশর৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি