ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাশিয়া ও ইউক্রেনের বন্দি বিনিময়, মুক্তি পেল ২৩০ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৭, ২৫ আগস্ট ২০২৪

রাশিয়া ও ইউক্রেন শনিবার ঘোষণা দিয়েছে যে, তারা উভয়েই নিজ নিজ দেশ থেকে ১১৫ জন করে যুদ্ধবন্দী বিনিময় করেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে কিয়েভ হামলা শুরু করার ঠিক দুই সপ্তাহ পর এ বন্দি বিনিময়ের ঘোষণা এসেছে।

এবারের বন্দি বিনিময়ে মধ্যস্থতা করেছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাতের মধ্যস্থতায় এ ধরনের সপ্তম বিনিময়ের ঘটনা এটি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমাদের আরও ১১৫ জন রক্ষী আজ দেশে ফিরে এসেছে’। 

অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘একটি আলোচনা প্রক্রিয়ার ফলস্বরূপ কুরস্ক অঞ্চলে বন্দী হওয়া ১১৫ রাশিয়ান সেনাকে কিয়েভ শাসন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।’

গত ৬ আগস্ট রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আকস্মিক হামলার পর এটিই প্রথম এই ধরনের বিনিময়ের ঘটনা। ওই হামলার মধ্য দিয়ে ইউক্রেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো রুশ ভূখণ্ডে বৃহত্তম হামলার রেকর্ড গড়লো।

বন্দি বিনিময়ে নিজেদের ভূমিকার কথা নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের মধ্যস্থতার প্রচেষ্টায় এখন পর্যন্ত মোট এক হাজার ৭৮৮ সেনাকে মুক্ত করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি