ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (১২ এপ্রিল) তিনি দেশে ফেরেন। 

সফরকালে তিনি, রাশিয়ার সেনাবাহিনী প্রধান, ডেপুটি ডিফেন্স মিনিস্টারসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। 

সফরে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ বিনিময়, সামরিক সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

রাশিয়া সফরের সময় (৭ এপ্রিল) তিনি রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল এ. ফোমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি রপ্তানি, উচ্চশিক্ষা, আঞ্চলিক নিরাপত্তা ও আস্থাবৃদ্ধিমূলক বিষয় নিয়ে আলোচনা হয়।

পরদিন (৮ এপ্রিল) তিনি রুশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিউকভের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় প্রশিক্ষণ বিনিময়, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।

এছাড়া, জেনারেল ওয়াকার রুশ জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গেও বৈঠক করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা এবং বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোগসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। একইসঙ্গে তিনি রোস্টেক ও রোসোবরন এক্সপোর্ট-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম বিনিময় আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন।

ক্রোয়েশিয়া সফরের সময় (১০ এপ্রিল) তিনি দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল তিহোমির কুন্ডিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা, সম্ভাব্য প্রতিরক্ষা শিল্প স্থাপন, যৌথ সামরিক মহড়া এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান ৬ এপ্রিল রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং ১০ এপ্রিল ক্রোয়েশিয়া সফরে যান। সফর শেষে আজ দেশে ফেরেন তিনি।

এসএস//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি