ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া থেকে আনা হবে ২ লাখ মেট্রিক টন গম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ২১ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৩৩, ২২ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

রাশিয়া থেকে (জি-টু-জি) ২ লাখ মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার সচিবালয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সরকারের পক্ষে ৯ সদস্য বিশিষ্ট জি-টু-জি বিষয়ক ক্রয় কমিটিতে নেতৃত্ব দেন খাদ্য সচিব মো. কায়কোবাদ হোসেন এবং রাশিয়ার পক্ষে তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিখাইল পটাপভ।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী মাস সেপ্টেম্বর থেকেই গম সরবরাহ শুরু করবে রাশিয়া। অক্টোবরের মধ্যে পুরো ২ লাখ মেট্রিক টন গম সরবরাহ সম্পন্ন করবে। দেশে সরকারি গুদামে খাদ্য শস্যের মজুদ সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানো এবং চালের দামের ঊর্ধ্বগতির কারণে সরকার চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ টন চাল এবং ৫ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে।

কেআই/ডব্লিউএন 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি