ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপ: নিন্দুকদের জবাব দিলেন ক্রোস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সোচিতে মেক্সিকোর কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা জার্মানি শনিবার খেই হারিয়েই বসেছিল সুইডেনের বিপক্ষে। তবে শেষ পর্যন্ত নাটকীয় এক জয় উপহার দিয়েছে জার্মানরা। বাঁচা মরার লড়াইয়ে ১০ জনের দল নিয়ে সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে টনি ক্রোসরা।

এমন জয়ের পর নিন্দুকদের একহাত নিলেন টনি ক্রোস। জার্মান মিডফিল্ডার বলেন, ‘আমার মনে হচ্ছে জার্মানির অনেকে আমাদের হটিয়ে দিতে পারলে খুশি হতো। কিন্তু তাদের জন্য সতর্কবার্তাটা হলো আমরা সহজেই তাদের এমনটি অনুভব করতে দেবো না।’

জার্মানির এই জয়ে ‘এফ’ গ্রুপ থেকে শেষ ষোলোর দুটি দল নিশ্চিত হবে শেষ ম্যাচের লড়াইয়ে। জার্মানরা লড়বে দুই ম্যাচ হেরে যাওয়া দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। আর দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মেক্সিকোর বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে সুইডেনকে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে মেক্সিকো। আর ৩ পয়েন্ট করে নিয়ে দুই ও তিন নম্বরে সুইডেন ও জার্মানি।

এমন পরিস্থিতিতে সহজেই হাল ছেড়ে দিচ্ছে না জার্মানি। ক্রোসের কথাতেই রয়েছে তার ইঙ্গিত, ‘আমরা সহজেই পথ ছেড়ে দিচ্ছি না।’

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি