ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাশিয়া বিশ্বকাপে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৬ নভেম্বর ২০১৭ | আপডেট: ১১:৫৯, ১৬ নভেম্বর ২০১৭

টানা চতুর্থবারের মত ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল বুধবার প্লে-অফের ফিরতি লেগে মাইল জেডিন্যাকের দারুণ হ্যাটট্রিকে হন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের টিকেট পেলো অস্ট্রেলিয়া। দুদলের মধ্যকার প্রথম লেগটি ছিলো গোলশুন্য ড্র।

সিডনির এএনজেড স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিলো। বিরতির পরই শুরু হয় অস্ট্রেয়িলার গোল-উৎসব। ম্যাচের ৫৩ মিনিটে অস্ট্রেলিয়াকে প্রথম গোল এনে দেন জেডিন্যাক। ফ্রি-কিক থেকে বল জালে জড়ান এই তারকা। ৭২ মিনিটে ডি-বক্সে হন্ডুরাসের আকস্তার বল হাতে লাগলে পেনাল্টি পায় সকারুরা। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন জেডিন্যাক। আর ৮৫ মিনিটে আবারও গোল করে হ্যাটট্রিক পূরণ করেন জেডিন্যাক। অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান কমান হন্ডুরাসের মার্টিনেজ।

সূত্র : দ্য সিডনি মর্নিং হেরাল্ড

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি