ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে থাকছে নতুন প্রযুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

প্রযুক্তি ও নতুনত্বের দিক থেকে রাশিয়া বিশ্বকাপ আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে যাবে। এবারের বিশ্বকাপে রেফারিদের সুবিধার্থে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পদ্ধতি রেখেছে আয়োজকরা।

ভিএআর সিস্টেম রাখার জন্য অনেক আগ থেকেই দাবি উঠছিল। অবশেষে সেই দাবি পূরণ হচ্ছে রাশিয়ায়। এতে ফুটবলে অনেক স্বচ্ছতা আসবে বলেই আশা করা হচ্ছে।

মাঠ রেফারি কোনও সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে থাকলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে যারা থাকবেন তারা পরামর্শ দেবেন। ভিডিও রেফারি বা ভিএআর প্রযুক্তিতে মূলত চারটি বিষয় থাকবে। গোল হয়েছে কি হয়নি, পেনাল্টির সিদ্ধান্ত যাচাই, সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত ঠিক ছিল কি-না, ভুল ফুটবলারকে লাল কার্ড দেওয়া হয়েছে কি-না যাচাই হবে ভিএআর প্রযুক্তির ব্যবহারে।

১৩ জন রেফারি থাকবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে। এই ভিএআররা থাকবেন ভিডিও অপারেশন রুমে যা থাকবে মস্কোয়। সব ভেন্যু থেকে ভিডিও এসে পৌঁছবে মস্কোয়। যা দেখে ভিএআররা তাদের সিদ্ধান্ত জানাবেন রেফারিকে। এই ভিএআরের ফলে এখন আর বিতর্কিত কোনও সিদ্ধান্ত হওয়ার সুযোগ নেই। এ সিস্টেম থাকায় রেফারি শতভাগ সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি