ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে ব্যয় ১ লাখ ১২ কোটি টাকা !

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৫, ২৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

দেখতে দেখতে রাশিয়া বিশ্বকাপের প্রথম পর্বের খেলা শেষ হয়ে গেলো। আজ শুক্রবার বিশ্বকাপের বিরতি। ইতোমধ্যে বিশ্বকাপের স্বপ্ন থেকে ছিটকে গেছে ১৬ দল। বাকি ১৬ দল উঠে গেছে নক আউট পর্বে। এবার বিশ্বকাপ সবচেয়ে ব্যয় বেশি করছে রাশিয়া। নিজেদের সর্ব্বোচ দেওয়া চেষ্টা করছে। মেধা, শ্রম ও আন্তরিকতা নিয়ে প্রস্তুত করছে আয়োজনের নানা ভেন্যু। তৈরি করা হয়েছে  নতুন স্থাপনা। আনুষঙ্গিক সকল ব্যয় মিলিয়ে রাশিয়া বিশ্বকাপের খরচ পৌঁছে যেতে পারে ১৪ বিলিয়ন ডলারে—যা বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ বারো হাজার কোটি টাকার সমতুল্য!

রাশিয়া বিশ্বকাপ যে কেবল মাঠের খেলাতেই চমক দেখাচ্ছে সেটি বললে ভুল হবে। মাঠের বাইরেও এই বিশ্বকাপে চমকের কমতি নেই। এবার যেমন জানা গেল, বিশ্বকাপের ফাইনাল শেষ হতে হতে এই টুর্নামেন্টে যে খরচ হবে সেটি ছাড়িয়ে যেতে পারে আগের সব বিশ্বকাপকেই।

বিশ্বকাপ উপলক্ষে ৬টি নতুন স্টেডিয়াম তৈরি করেছে রাশিয়া। আরও ৬টি স্টেডিয়ামকে সংস্কার করা হয়েছে। বিশ্বকাপের আয়োজক ১১টি শহরে বসানো হয়েছে অস্থায়ী অনেক স্থাপনা। এসব তৈরি ও সংস্কারে প্রায় ৮০ হাজার কোটি টাকা খরচ হয়েছে রাশিয়া সরকারের।

বিশ্বকাপের পর এই স্টেডিয়াম ও স্থাপনাগুলোর রক্ষণাবেক্ষণ করাও জরুরি। কারণ স্টেডিয়ামগুলোর যে পরিমাণ দর্শক ধারণক্ষমতা তার তিন ভাগের একভাগও রাশিয়ান লিগ ম্যাচগুলোর সময় পূর্ণ হয় না। যার ফলে ক্ষতির মুখে পড়তে পারে স্টেডিয়ামগুলোর সংরক্ষণকারী সংস্থা। সেই ক্ষতি যেন না হয় সে জন্য আগেভাগেই তাঁরা পরিকল্পনা করে রেখেছেন। যার ব্যয় ধরা হয়েছে ৩২ হাজার কোটি টাকা।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি