ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক কে?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৭, ২৩ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম রাউন্ডের খেলা শেষ হয়নি। এরইমধ্যে চারগোল করে করে ফেলেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং বেলজিয়ামের তারকরা রোমেলু লুকাকো।

নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে একাই হ্যাটট্রিক করেন পর্তুগিজ তারকা রোনালদো। পরের ম্যাচে মরক্কোর বিপক্ষেও গোল করে দলকে জিতিয়ে আনেন রোনালদো। অন্যদিকে দুই ম্যাচেই চার গোল করেছেন রোমেলু লুকাকো। তিউনিসিয়ার বিপক্ষে আজকে জোড়া গোল করেন লুকাকো। এতেই রোনালদোর পাশে নাম লেখান তিনি।

গত বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক ছিল থমাস মুলার। তার গোল সংখ্যা ছিল ৭। এবার দেখা যাক, থমাস মুলারকে কে আগে ছাড়িয়ে যায়। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক যৌথভাবে আছেন ব্রাজিলের রোনালদো ও মুলার। তাহলে এবার কি সেই রেকর্ড ভেঙ্গে যাচ্ছে? তাহলে কে ভাঙছে সেই রেকর্ড। লুকাকো নাকি রোনালদো। জানতে হলে চোখ রাখুন রাশিয়ায়।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি