ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রযুক্তির হিসাব

রাশিয়া বিশ্বকাপে হেঁটেছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৪, ২ জুলাই ২০১৮ | আপডেট: ১২:৪৪, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়া বিশ্বকাপ যখন হয়ে উঠেছে গতির বিশ্বকাপ, এমবাপ্পে-কোতিনহোরা যখন গতির ঝড় তুলেছেন, তখন লিওনেল মেসি হেঁটেছেন। অবিশ্বাস্য হলেও প্রযুক্তি কিন্তু তাই বলছে। রাশিয়া বিশ্বকাপে ভিআর প্রযুক্তিসহ নানা প্রযুক্তির ব্যবহার হয়েছে। এবার সেই প্রযুক্তি-ই বলছে অন্যরা যখন পাগলা দৌড় দৌড়েছেন, লিওনেল মেসি তখন গুটি গুটি পায়ে হেঁটেছেন।  

আর্জেন্টিনা দলের সহজ পরিকল্পনা ছিল। বল পেলেই মেসিকে দিতে হবে। কোচ জর্জে সাম্পাউলি সে কথা স্বীকার করেছেন। বলেছেন, তাঁর দলের প্রত্যেকে মেসিকে বল সরবরাহ করার যথেষ্ট চেষ্টা করেছে। কিন্তু শেষমেশ তাঁদের এই সহজ পরিকল্পনা কাজে লাগেনি।

এই নিয়ে চার নম্বর বিশ্বকাপে নেমেছিলেন মেসি। রাশিয়ায় দলের জন্য সর্বসাকুল্যে তাঁর অবদান একটা গোল, দুটো গোলে সহায়তা, গোলে ছ`টা শট। পাসিংয়ে মেসির সাফল্যের অঙ্কটা ৯০ শতাংশেরও কম। এর বাইরে আইসল্যান্ডের বিরুদ্ধে একটা পেনাল্টি মিস রয়েছে আর্জেন্টাইন তারকার। দেখেই বোঝা যাচ্ছে, রাশিয়া বিশ্বকাপে কিন্তু মেসি ম্যাজিক তেমন একটা ছিল না।

শারীরিক সক্ষমতার দিক থেকে কখনওই মেসি একশোয় একশোর দাবিদার নন। রেকর্ড বলছে, নব্বই মিনিটের ম্যাচে মেসি আজ পর্যন্ত সাত কিলোমিটারের বেশি ছোটেননি। বিশ্বকাপের কোনও ম্যাচেও এই পরিসংখ্যানের তেমন অন্যথা হয়নি। একমাত্র নাইজেরিয়ার বিরুদ্ধে ৮ হাজার ৫০০ মিটার দৌড়েছিলেন তিনি। প্রযুক্তি বলছে, একমাত্র নিজের দলের ফুটবলারদের কাছে বলের দখল থাকলে মেসি অল্প-বিস্তর দৌড়েছেন। না হলে বলসমেত আক্রমণের ক্ষেত্রে তিনি খুব একটা ছোটেননি।

রাশিয়া বিশ্বকাপে সব মিলিয়ে ৩১ কিলোমিটার ছুটেছেন মেসি। এর মধ্যে ১৩ কিলোমিটার ছুটেছেন সর্বোচ্চ ৭ কিমি ঘণ্টা গতিতে। যা কি না প্রায় হাঁটার সমান। ৮ কিলোমিটার দৌড়েছেন সাত থেকে ১৫ কিমি প্রতি ঘন্টার গতিবেগে। ২৫ কিমি ছুটেছেন মাত্র ৬১২ মিটার গতিতে। একমাত্র ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচে একবার তাঁর সর্বোচ্চ গতি ছিল ২৮.৩৭ কিমি প্রতি ঘণ্টা।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি