ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাশিয়া বিশ্বকাপের পথে স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ৩ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৫৬, ৪ সেপ্টেম্বর ২০১৭

ইসকোর জোড়া গোলে ইতালিকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল স্পেন। সান্তিয়াগো বের্নাবেউয়ে বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বের ‘জি’গ্রুপের ম্যাচে শনিবার রাতে ৩-০ গোলে জয় পায় স্পেন।

খেলা শুরুর ত্রয়োদশ মিনিটেই ফ্রি-কিকে দলকে এগিয়ে দেওয়ার পর বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের প্লেমেকার ইসকো। ৭৭তম মিনিটে সের্হিও রামোসের ক্রস থেকে তৃতীয় গোলটি করেন চেলসির আলভারো মোরাতা।

এখন স্পেনের চেয়ে ৩ পয়েন্টে পিছিয়ে আছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লিখটেনস্টাইনকে ২-০ গোলে হারানো আলবেনিয়া ইতালির চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে আছে।

ইউরোপের নয় গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি এবং সেরা আট গ্রুপ রানার্সআপের মধ্যে প্লে-অফের মাধ্যমে চারটি দল রাশিয়া বিশ্বকাপের টিকেট পাবে।

তুরস্ককে ২-০ গোলে হারিয়ে ‘আই’গ্রুপের শীর্ষে আছে ইউক্রেন। অবশ্য কসোভোকে হারালে বা ড্র করলেই শীর্ষস্থান ফেরত পাবে ক্রোয়েশিয়া। বৃষ্টিতে মাঠে পানি জমায় শনিবারের ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। ম্যাচটি হবে রোববার রাতে। আর মলদোভাকে ৩-০ গোলে হারানো সার্বিয়া ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি