ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাশিয়ায় পুতিন-বিরোধী বিক্ষোভ থেকে শতাধিক গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

রাশিয়ায় পুতিন-বিরোধী বিক্ষোভ থেকে বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিসহ শতাধিক জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার মস্কো ও সেন্ট পিটার্সবার্গে দুর্নীতিবিরোধী মিছিল ও সমাবেশের ডাক দেয় বিরোধীরা। পরে সমাবেশে যোগ দিতে যাবার সময় বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে গ্রেফতার করে পুলিশ। এদিকে কয়েক’শ বিক্ষোভকারীকে আটকের কথা স্বীকার করেছে প্রশাসন। তবে এর সংখ্যা আরো বেশি বলে দাবী করছে স্থানীয় এক এনজিও। এর আগে নাভালনির ডাকে সাড়া দিয়ে মস্কো সহ বড় শহরগুলোতে কয়েক হাজার মানুষ রাস্তায় নামে। আগামী রুশ নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন অ্যালেক্সি নাভালনি।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি