রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
প্রকাশিত : ০৯:০০, ১৩ জুলাই ২০২৪
রাশিয়ার মস্কোর কাছে শতাধিক যাত্রী বহনে সক্ষম এমন একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা তিনজন পাইলটসহ সব আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) মস্কোর কাছে একটি বনাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার তৈরি বিমানটির সুপারজেট-১০০ মডেলের।
তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তৈরি সুপারজেট-১০০ বিমানটি নির্ধারিত মেরামতের পর পরীক্ষামূলক ফ্লাইটে ছিল। এটি উড্ডয়নের এক ঘণ্টার কিছু বেশি সময় পর বিধ্বস্ত হয়।
এছাড়া বিমানটি মস্কোর ভনুকোভো বিমানবন্দরের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।
বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, বিমানটি রাজধানী থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কোলোমেনস্কি জেলার একটি বনাঞ্চলে বিধ্বস্ত হয়েছে।
দুর্ঘটনার পর রুশ তদন্তকারীরা একটি অপরাধমূলক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রিয়া।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ধূসর ধোঁয়া উঠতে দেখা যায়।
এএইচ
আরও পড়ুন