ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিল করতে গিয়ে গ্রেফতার হন শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন আলেখ্য (পর্ব-১৬)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২২, ৪ মার্চ ২০২৩ | আপডেট: ১৯:২২, ৪ মার্চ ২০২৩

১৯৪৮ সালের ৪ জানুয়ারি গঠন হয়েছিল পাকিস্তানের প্রথম বিরোধীদলীয় ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ। ফজলুল হক হলে ছাত্রনেতাদের নিয়ে বৈঠকের খবর ততোক্ষণে ছড়িয়ে পড়েছে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন পাকিস্তানের গণপরিষদে ঘোষণা দেন, পূর্ব পাকিস্তানের জনগণকে অবশ্যই রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে মেনে নিতে হবে। এ ঘোষণার বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান তরুণ ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান। 

উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার অভিপ্রায়ে মুসলিম লীগের চক্রান্ত রুখতে রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করেন মুজিব। তাঁর প্রস্তাবে ফজলুল হক মুসলিম হলে মার্চের ২ তারিখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়। ১১ মার্চ ঘটে বারুদ বিস্ফোরণ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ধর্মঘট পালনের সময় সচিবালয়ের সামনে বিক্ষোভ করলে শেখ মুজিবসহ আরও ক’জন গ্রেফতার হন। ঘটনার প্রতিবাদে ছাত্রসমাজ ফুঁসে ওঠে। বিক্ষোভের আগুন সর্বত্র ছড়িয়ে পড়লে তুমুল আন্দোলনের মুখে ১৫ মার্চ মুসলিম লীগ সরকার শেখ মুজিবুর রহমানসহ অন্যদের মুক্তি দিতে বাধ্য হয়।   
   
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি