ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

রাসায়নিকমুক্ত সবজির সরবরাহ বাড়ছে রাজধানীতে

প্রকাশিত : ১৭:৫০, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৫০, ১৫ জুলাই ২০১৬

রাজধানীর বাজারগুলোতে বাড়ছে রাসায়নিকমুক্ত সবজির সরবরাহ। ক্রেতারও ঝুঁকছেন নিরাপদ এসব পন্যে দিকে। ছোট পরিসরে রাজধানীর লালমাটিয়ায় বেচা-কেনা হচ্ছে ফরমলিনমুক্ত তরতাজা সবজি। দাম অন্যান্য বাজারের তুলনায় একটু বেশি। তবুও ঘাটতি নেই ক্রেতার। রাজধানীর নিত্যপন্যের বাজারে সবজিসহ বিভিন্ন পন্যে ফরমালিনসহ নানা বিষাক্ত ক্যামিক্যল ব্যবহারের অভিযোগ প্রায় শোনা যায়। এতে আতংকিত ক্রেতারা। কিন্তু ভিন্ন চিত্রও রয়েছে। লালমাটিয়ায় ছোট পরিসরে বিক্রি হচ্ছে রাসায়নিকমুক্ত সবজি। ক্রেতারা বলছেন, দাম একটু বেশি হলেও এসব পন্য নিরাপদ। এই বাজারে আরো একটি ব্যতিক্রমও রয়েছে। বিক্রেতদা নয়, পন্য ওজন করে নেন ক্রেতা। এক আটি পুই শাক ২০ টাকা, পটল কেজি ৩২ টাকা, ঢেড়শ কেজি ৪০টাকা আলু কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে এখানে। বিক্রেতা বলছেন, এটি কেবল ব্যবসা নয়, ফরমালিন ও বিষযুক্ত খাবারের বিরুদ্ধে আন্দোলন । ক্রেতা-বিক্রেতারা জানালেন, মেরাদিয়া ও এর আসপাশে আবাদ হওয়া সবজি আসে এই বাজারে।প এদিকে, কাঁচা বাজাররে  ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ বেড়েছে। দামও ক্রেতার সাধ্যের মধ্যে। গরুর মাংস বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০টাকা কেজি দরে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি