ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাসিক নির্বাচনে বড় ফ্যাক্টর দুই মেয়রের উন্নয়ন কর্মকান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী সিটি নির্বাচনে বড় ফ্যাক্টর বর্তমান ও সাবেক মেয়রের উন্নয়ন কর্মকান্ড। তবে উন্নয়ন নিয়ে ভিন্ন মত এই দুইজনের। সাবেক মেয়র বলছেন, তার আমলের উন্নয়ন নষ্ট করা হয়েছে। তবে বর্তমান মেয়র তা মানতে নারাজ। আর ভবিষ্যতের উন্নয়নের কথা ভেবেই নগরপিতা নির্বাচন করতে চান ভোটাররা।

২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাজশাহী নগরের ৮৫০ কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে বলে দাবি করেন সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। নগরবাসীকে উপহার দেন একটি ক্লিন সিটি। তবে তিনি যে ক্লিন সিটি রেখে গেছেন তা এখন নেই বলে দাবি করেন ।

এদিকে গত পাঁচ বছরে ৬০০ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে, যা দৃশ্যমান বলে দাবি করেন বর্তমান মেয়র।

বিগত ও বর্তমান মেয়রের আমলের উন্নয়ন বিবেচনায় এবার ভোট দিতে চান ভোটাররা।

উল্লেখ্য, রাজশাহী সিটি করপোরেশনে এবার ভোটার ৩ লাখ ১৮ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৫ এবং নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৫৩ জন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি