ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাস্তা ও ফুটপাথের অবৈধ দোকান সরিয়ে নিতে ১ সপ্তাহের সময় দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র

প্রকাশিত : ১৯:৫৯, ৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৯:৫৯, ৩ মার্চ ২০১৬

রাস্তা ও ফুটপাথে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সরিয়ে নিতে এক সপ্তাহের সময় বেধে দিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর একটি ক্লাবে, দোকান মালিক সমিতির নেতাদের সাথে মত বিনিময়ের সময় এ নির্দেশ দেন তিনি। নির্ধারিত সময়ের পর, ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে; তাই আইনি জটিলতা এড়াতে নগরবাসীর সহায়তাও চান তিনি। নগরকে পরিচ্ছন্ন করার পাশাপাশি এবার, ফুটপাতকে অবৈধ দখলমুক্ত করতে যাচ্ছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শিরোনামে মত বিনিময় সভায় বিভিন্ন বাজার ও দোকান মালিক সমিতির নেতাদের মতামত নেয়া হয়। পরিচ্ছন্ন ও হাটার উপযোগী শহর গড়তে, ব্যবসায়ীদের আর সময় দিতে নারাজ সিটি কর্পোরেশন। রাস্তা কিংবা ড্রেনে ময়লা আবর্জনা ফেলা এবং অবৈধ গাড়ি পাকিং পুরোপুরি নিষিদ্ধ। নির্দেশ না মানলে আদালতে মামলা করা ছাড়া কোন বিকল্প থাকবে না বলেই, নাগরিকদের আইনি জটিলতা ও হয়রানি এড়ানোর পরামর্শ মেয়রের। সিটি কর্পোরেশনের সিদ্ধান্তের সাথে এক মত বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতারা। কেউ নিয়ম না মানলে তার দ্বায়িত্ব নিতে নারাজ সংগঠনটি। উত্তর সিটি কর্পোরেশনের মতই দেশের অন্যান্য স্থানের দোকানীরা এ উদ্যোগে সহযোগীতার হাত বাড়িয়ে দেবেন বলেও আশাবাদ জানান বক্তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি