ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাস্তাজুড়ে সাপ্তাহিক হাট, দুর্ভোগে বনশ্রীবাসী (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ১২:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৩

খোদ রাস্তার ওপর সাপ্তাহিক হাট; তাও আবার রাজধানীর প্রবেশপথ রামপুরা বনশ্রী হয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার সড়কে। বহুদিনের পুরোনো এই হাট। আগে রাস্তার পার্শ্ববর্তী এলাকায় বসলেও এখন বসে তা রাস্তার একেবারে মাঝখানে।

পূর্বাঞ্চলের জেলা উপজেলার অনেক পরিবহন রাজধানীতে প্রবেশ করে এ রাস্তা দিয়ে। সাপ্তাহিক হাট ছাড়াও সকাল সন্ধ্যায় বসে বাজার। যার জন্য খেসারত দিতে হয় গন্তব্যে ফেরা মানুষকে। কখনো কখনো রাস্তার জট ছড়িয়ে পড়ে বনশ্রীর বিভিন্ন ব্লকে।

বনশ্রীর পাশেই আফতাবনগর আবাসিক এলাকা। সেখানেও গরুর হাট বসাকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি সংঘাত। ব্যাপারটি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত।

এভাবে রাস্তার ওপর বাজার বসায় ব্যাহত হচ্ছে রাজধানীর মানুষের নিত্যকার জীবনযাত্রা। গুলিস্থান, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, মিরপুর পল্লবী, উত্তরার সোনারগাঁও জনপথজুড়ে বাজার বসায় যানজটের শিকার লাখ-লাখ মানুষ।

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি