ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

রাস্তায় দম্পতির বাক-বিতণ্ডা, ‘ছেলেধরা’ সন্দেহে ৯৯৯ নম্বরে ফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৯, ২৪ জুলাই ২০১৯

দুই মাস আগে হয়েছে বিবাহ বিচ্ছেদ। আবারও সম্পর্ক জোড়া লাগানো যায় কিনা এ নিয়ে আলোচনা করতে স্ত্রী তার সম্পর্কে বোন হওয়া এক শিশুকে সাথে নিয়ে দেখা করতে যায় স্বামীর সাথে। আলোচনার একপর্যায়ে দুজনের মধ্যে চলে উচ্চবাক্য, তর্কাতর্কি। এই সময়ই ঘটে বিপত্তি। 

এলাকাবাসী তাদের ঘিরে ধরে। সাথে শিশু থাকায় মনে করে এই দম্পতি ‘ছেলেধরা’। তারা ‘ছেলেধরা’ না বুঝানোর চেষ্টা করলেও শুনেনি এলাকাবাসী। এরই মধ্যেই একজন ফোন করে ৯৯৯ নম্বরে। কিছুক্ষণের মধ্যেই হাজির পুলিশ।

আজ বুধবার সকালে এ ঘটনাটি ঘটে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি বাজারে। রাস্তায় তারা বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েছিল। গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার হরিশপুর গ্রামে বাড়ি এহসান আলী কালু। তার পাশের গ্রাম চরবাগডাংগা গ্রামে বাড়ি তার স্ত্রী সেলিনা বেগমের। তিন সপ্তাহ আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

তিনি বলেন, প্রেমতলি এলাকার তাদের পরিচিত অবসরপ্রাপ্ত একজন বিজিবি সদস্যের বাড়িতে যাচ্ছিলেন মিমাংসার জন্য। মেয়েটির সঙ্গে ছিল তার চাচাতো বোন মৌসুমি। ওই বাড়িতে পৌঁছার আগেই তারা প্রেমতলি বাজারে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। 

যেহেতু তাদের সঙ্গে একজন শিশু রয়েছে এতে সন্দেহ হয় এলাকাবাসীর। তারা ওই তিনজনকে ঘিরে রেখে ৯৯৯ ফোন করে। পরে পুলিশ গিয়ে তাদের থানা হেফাজতে নেয়া এবং জিজ্ঞাসাবাদ করে তাদের ছেড়ে দেয়া হয়।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি