ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

রাস্তায় নামলেন রানাতুঙ্গা-জয়সুরিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ১৭ এপ্রিল ২০২২ | আপডেট: ১৬:০০, ১৭ এপ্রিল ২০২২

অর্জুনা রানাতুঙ্গা ও সনাৎ জয়সুরিয়া

অর্জুনা রানাতুঙ্গা ও সনাৎ জয়সুরিয়া

আইপিএল ছেড়ে লঙ্কান ক্রিকেটারদের দেশে ফেরার আহ্বান জানিয়েছিলেন সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তখন তিনি নিজে কেন আন্দোলনে যোগ দিচ্ছেন না- তা নিয়ে দেশটির সাধারণ জনগণ প্রশ্ন তোলেন। সেই প্রশ্নের জবাব দিয়ে সরকারবিরোধী আন্দোলনে রাস্তায় নেমেছেন রানাতুঙ্গা। সঙ্গে যোগ দিয়েছেন দেশটির আরেক কিংবদন্তি ক্রিকেটার সনাৎ জয়সুরিয়াও।

শ্রীলঙ্কার বর্তমান নাজুক অর্থনৈতিক অবস্থার কথা এখন কারো কাছেই অজানা নয়। ইতোমধ্যেই সরকার দেশটিকে দেউলিয়া ঘোষণা করেছে। অর্থনীতির এমন নাজুক পরিস্থিতির জন্য বর্তমান সরকারকেই দায়ী করছে দেশটির সাধারণ জনগণ। তাইতো প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশের পদত্যাগের দাবিতে কলম্বোর প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে আন্দোলন করছেন তারা। সেখানে সাধারণ মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও।

আন্দোলনকারীদের সঙ্গে রানাতুঙ্গা রাস্তায় দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে দেশের মানুষের অনাস্থার কথা বলেন। সেই সঙ্গে দেশটির সর্বস্তরের ক্রীড়াবিদদের সশরীরে আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান। 

সেখানে তিনি বলেন, “ক্রিকেট চলে সমর্থকদের দিয়ে। আমাদের সমর্থকরা রাস্তায় নেমেছে। কঠিন এই পরিস্থিতি তারা আর মেনে নিতে পারছে না। সবচেয়ে প্রয়োজনের সময় আমাদের উচিত তাদের পাশে থাকা। ক্রীড়া তারকাদের অবশ্যই সশরীরে তাদের সঙ্গে আন্দোলনে থাকতে হবে।”

রানাতুঙ্গার এমন আহ্বানে সাড়া দিয়ে এক ঘণ্টার মধ্যেই আন্দোলনে যোগ দিয়েছেন তার সাবেক সতীর্থ সনাৎ জয়সুরিয়া। আন্দোলনে যোগ দিয়ে দেশের মানুষের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের বার্তাটা জোরালো ও পরিষ্কার। আশা করছি, কর্তৃপক্ষ এটা শুনবে এবং আমাদের সবার জন্য আলোকিত ভবিষ্যৎ উপহার দেবে।”

মাঠের ক্রিকেট ছাড়লেও শ্রীলঙ্কায় জয়সুরিয়ার জনপ্রিয়তায় এখনও যে ভাটা পড়েনি তার প্রমাণ দেখা গেল আরেকবার। জয়সুরিয়ার ভাষণের সময় সাধারণ জনগণের মধ্যে বাড়তি উন্মাদনা দেখা গেছে। তার ভাষণের পর উপস্থিত জনতা বারবার স্লোগান দিতে থাকেন, “গোটা (রাজাপাকশে), বাড়ি যাও, বাড়ি যাও, গোটা।”

এর আগে শ্রীলঙ্কার সাবেক দুই অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারাও সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তবে রানাতুঙ্গা ও জয়সুরিয়াই প্রথম সশরীরে আন্দোলনকারীদের সঙ্গে রাস্তায় নেমে এলেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি