ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাস্তায় মাঝে দাঁড়িয়ে কী করছেন সানি লিওন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২০ অক্টোবর ২০১৭ | আপডেট: ১২:৫৫, ২১ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

পেছন থেকে দ্রুত গতিতে আসছে দ্বিতল বাস, গাড়ি, স্কুটার। তার মধ্যেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছেন সানি লিওন। কিন্তু মাঝ রাস্তায় কেন দাঁড়িয়ে রয়েছেন তিনি?

আসলে সম্প্রতি তিনি হংকংয়ে পৌঁছেছেন। সেখানে ছবি তুলে এভাবেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য শেয়ার করেছেন সানি। তবে হংকংয়ে কেন গিয়েছেন তা জানায়নি এ অভিনেত্রী।

তবে বলিউডের কেউ কেউ বলছেন, বিশেষ কোনো কাজ নিয়ে গিয়েছেন তিনি। কারও মতে, নিছকই বেড়াতে গিয়েছেন। যদিও সানি নিজে আসল কারণটা শেয়ার করেননি।

এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন এ অভিনেত্রী। পুরো দিওয়ালিতেই থাকবেন দেশের বাইরে। কিন্তু তাও সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি শিশু ও পোষ্যদের বিশেষ খেয়াল রাখারও পরামর্শ দিয়েছেন।

সূত্র : আনন্দবাজার।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি