ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাহাত খানের আজ তৃতীয় মৃত্যুবার্ষিকী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ২৮ আগস্ট ২০২৩

বরেণ্য কথাসাহিত্যিক ও প্রথিতযশা সাংবাদিক রাহাত খানের আজ ৩য় মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২৮ আগস্ট ঢাকার নিউ ইসকাটনের নিজ বাসভবনে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর।

১৯৬৯ সালে রাহাত খান অধ্যাপনা ছেড়ে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক হিসাবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৬ সালে ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক এবং একসময় সম্পাদকও হন। ‘সুহৃদ’ ছদ্মনামে তিনি ইত্তেফাকের জনপ্রিয় কলাম ‘চতুরঙ্গ’ লিখতেন। ১৯৪০ সালের ১৯ ডিসেম্বর রাহাত খান বর্তমান কিশোরগঞ্জ জেলার, তাড়াইল উপজেলার জাওয়ার গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।

ষাটের দশকের লেখক রাহাত খান গদ্য রচনায় ছিলেন অনবদ্য ও অনন্য। তার নিজস্ব ভাষাশৈলী এবং গল্প বলার বৈশিষ্ট্য তাকে আলাদাভাবে চিহ্নিত করে। তার লেখার শুরু গল্প দিয়ে। পরে উপন্যাস। রাহাত খানের উল্লেখযোগ্য গল্পগ্রন্থের মধ্যে রয়েছে, অনিশ্চিত লোকালয়, ভালোমন্দের টাকা, অন্তহীন যাত্রা ইত্যাদি। উল্লেখযোগ্য উপন্যাস, অমলধবল চাকরি, এক প্রিয়দর্শিনী, ছায়া দম্পতি, হে অনন্তের পাখি, সংঘর্ষ, হে শূন্যতা, মধ্য মাঠের খেলোয়াড়, হে মাতবঙ্গ, দুখিনি কমলা, হে মহা শূন্যতা, কিশোর উপন্যাস দিলুর গল্প ইত্যাদি।

আধুনিক ধারার অনন্যসাধারণ লেখক রাহাত খান মাত্র ৩৩ বছর বয়সে ১৯৭৩ সালে পান বাংলা একাডেমি পুরস্কার। রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদক পান ১৯৯৬ সালে। এ ছাড়া রাহাত খান সুফি মোতাহার হোসেন পুরস্কার, কাজী জেবুন্নেসা পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি