ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৬ জানুয়ারি ২০২২

রাজধানীর বাংলামোটরের রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই ভবনের ১১ তলায় যমুনা টেলিভিশনের বাংলামোটর সেন্টার রয়েছে। সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে বেলা ১১টা ৪ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর পর্যায়ক্রমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলামোটরের ওই ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট বাড়ানো হয়।

ঘটনার সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে শর্টসার্কিট বা এসি থেকে আগুন লাগতে পারে।

যমুনা টেলিভিশন সূত্র জানিয়েছে, তাদের কারও কোনো ক্ষতি হয়নি। এছাড়া আসবাবপত্রসহ অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি