ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাহিঙ্গা সংকট সামাধানে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৩, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

জাতিসংঘ মহাসচিব ও  বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সফর রোহিঙ্গা সংকট সামাধানে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আন্তর্জাতিক এই দুই সংস্থার প্রধানের রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ পুনর্বাসন প্রক্রিয়াকেও ত্মরান্বিত করবে।

রাখাইনে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন অভিযান শুরু করে দেশটির সামরিক বাহিনী। একের পর এক জ্বালিয়ে দেয়া গ্রাম-বসতি। সীমান্ত পাড় হয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ১০ লাখেরও বেশি রোহিঙ্গা।

বাংলাদেশ এই বিপুল পরিমান উদ্বাস্তুকে মানবিক কারণে আশ্রয় দেয়। একই সাথে সংকট  সমাধানে বিভিন্ন ফোরামে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

আন্তর্জাতিক এই দুই সংস্থার প্রধানের সফরকে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

তারা বলছেন, এতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ আরো বাড়তে পারে।

একই সাথে দ্বিপাক্ষিক যোগোযোগের উপরও গুরুত্ব দেন বিশ্লেষকরা


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি