ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

রাহুলের জন্মদিনে মোদির শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৬, ১৯ জুন ২০১৮

ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর জন্মদিন আজ। এ উপলক্ষ্যে সোনিয়া পুত্রকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ এক টুইট বার্তায় ৪৮ বছর বয়স হওয়া রাহুলকে এই শুভেচ্ছা বার্তা পাঠান মোদি। শুভেচ্ছা বার্তায় রাহুল গান্ধী দীর্ঘ এবং সুস্থ্ জীবনের আশাবাদ ব্যক্ত করেন তিনি। টুইটে তিনি লেখেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার দীর্ঘ এবং সুস্থ জীবনের জন্য দোয়া করি।

গত বছরের ১৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদির জন্মদিনেও এভাবেই টুইটারে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন রাহুল গান্ধী। তবে আজকে মোদির তরফ থেকে এমন এক সময়ে এই শুভেচ্ছা বার্তা আসলো যার কিছুক্ষণ আগেই মোদিকে আক্রমণ করে টুইট করেছিলেন রাহুল।

দিল্লিতে উপ গভর্নরের বাসভবনের সামনে অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির (এএপি) চলমান বিক্ষোভ সম্পর্কে মোদির দৃষ্টি আকর্ষণ করে টুইট করেছিলেন রাহুল। সেই টুইটে মোদি একনায়কতন্ত্রের পক্ষে ‘অন্ধ’ হয়ে আছেন বলে অভিযোগ করেছিলেন।

সূত্রঃ এনডিটিভি

//এস এইচ এস// এআর 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি