ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

রায় প্রত্যাখান বিএনপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৩:৫১, ১০ অক্টোবর ২০১৮

চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এ রায় প্রত্যাখান করছি। বিএনপি মনে করে এ রায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।’

তিনি আজ বুধবার দুপুর ১টায় দলের নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে আবারও প্রমাণ হলো যে, এদেশে কোনো নাগরিকের সঠিক বিচার পাওয়ার অধিকার নেই।’

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘যেদেশে প্রধান বিচারপতি সঠিক বিচার পান না, সেদেশে সাধারণ মানুষের কী হবে?’

মির্জা ফখরুল বলেন, ‘এ মামলার আসামি মুফতি হান্নানকে ৪০০ দিন রিমান্ডে রেখে জোর করে তারেক রহমানের বিরুদ্ধে জবানবন্দি নেওয়া হয়েছে। অথচ সেই মুফতি হান্নানই পরে বলেছেন, তারেক রহমানের সঙ্গে আমার কোনোদিন বৈঠক কিংবা সাক্ষাৎ হয়নি।’

বিএনপির এ নেতা বলেন, ‘বিদেশে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক উদ্দেশে এ মামলায় জড়ানো হয়েছে। তাঁর ভাবমূর্তি নষ্ট করে দিতে তাঁর যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। আমরা এ রায় প্রত্যাখ্যান করি।’

বিএনপি কোনো কর্মসূচি দেবে কি-না এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজনৈতিক ও আইনি দুই দিক থেকেই বিএনপি এগোবে। বিএনপি কর্মসূচি দেবে। শিগগিরই তা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। 

উল্লেখ্য, চাঞ্চল্যকর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে আজ বুধবার। মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি